‘৯৭-৯৯ ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ ৬ ডিসেম্বর

টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য দেশব্যাপী এস.এস.সি ৯৭ ও এইচ.এস.সি ৯৯ ব্যাচের সবাইকে নিবন্ধনের জন্য এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭-৯৯ ফুটবল টুর্নামেন্ট ২০১৯।আহ্বান করা হচ্ছে।

নিবন্ধন করা যাবে www.ssc97hsc99.com এই ওয়েবসাইটে গিয়ে অথবা কল করে ০১৭১৪৩৪২৫১৬, ০১৯১৪৪৪৪৬৩৫ – এই নম্বরে।আগামী ৬ ডিসেম্বর রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

যেসব শিক্ষার্থী ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় নিবন্ধন করেছে অথবা ১৯৯৭ সালে যেসব শিক্ষার্থী এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবার জন্য একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে সৃষ্টি হয় গ্রুপ এসএসসি৯৭ ও এইচএসসি৯৯। এ প্ল্যাটফর্ম থেকে বন্ধুতের হাত বাড়িয়ে দেয়া হবে সবার জন্য।

এ গ্রুপের মাধ্যমে ইতিমধ্যেই শীতবস্ত্র বিতরণ, বন্যা আক্রান্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়হীনদের মাঝে খাবার বিতরণ এবং দুঃস্থদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

খবর সারাবেলা / ১১ নভেম্বর ২০১৯ / এমএম