১৭ দিনে ডেঙ্গুতে ১৪২১ জন আক্রান্ত

August 18, 2022

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এর মধ্যে ৭৭ জন ঢাকার এবং বাকি ২১ জন ঢাকার বাইরের। আগস্টের ১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৭ জন।বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ‌্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এরমধ্যে শুধু ঢাকাতেই ভর্তি আছেন ৩৮৬ জন। বাকি ৬৮ জন ঢাকার বাইরের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২ জন।

খবর সারাবেলা / ১৮ আগস্ট ২০২২ / এমএম