সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে নির্মিত সেই সিরিজের প্রচার বন্ধে রুল

ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈচৈ’-এ প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে বানানো ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর প্রচার বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না- এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের এ রুল জারি করেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দিলেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু। তিনি বলেন, ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীর জীবনী নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে।’আলোচিত এই সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে, সালমান শাহ চরিত্রে দেখা গেছে পরাণ সিনেমার নায়ক ইয়াশ রোহানকে।

তারকাবহুল সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবু হোরায়রা তানভীর, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান ও গাজী রাকায়েতসহ অনেকে।

খবর সারাবেলা / ০৪ এপ্রিল ২০২৩ / এমএম