শেষ পর্যন্ত স্বর্ণ পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ আরচারি দলকে

কিরগিজস্তানে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক আরচারি টুর্নামেন্টে শেষ পর্যন্ত স্বর্ণ পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। রিকার্ভ পুরুষ এককে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের তোফাজ্জল হোসেন ৬-২ সেট পয়েন্টে স্বাগতিক কিরগিজস্তানের কুরসানালিয়েব উলুকবেকের কাছে পরাজিত হয়ে সিলভার পদক জয় করেন।

৪টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ আরচারি দল ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ মেডেল অর্জন করে। এদিকে ২০১৯ এমিয়া কাপ ওয়ার্লড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩ এ অংশ নিতে মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ রাত ২টায় ফিলিপাইনের উদ্দেশ্যে দেশ ছাড়ছে সাত সদস্যের বাংলাদেশ আরচারি দল।

 

খবর সারাবেলা/ ০৭ সেপ্টেম্বর ২০১৯/ টি আই