শতবর্ষে শতকণ্ঠে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা

বাঙালি জাতির জাগরণের স্মারক ‘বিদ্রোহী’ কবিতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছিলেন ১৯২১ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে। কবির বয়স তখন বাইশ। কলকাতার ৩/৪-সি তালতলা লেনের বাড়িতে রাত জেগে এই কবিতাটি লিখেছিলেন তিনি। ধ্রুপদী এই কবিতাটি রচনার শতবর্ষ পূর্ণ হলো। আর জাতীয় কবির বিদ্রোহী কবিতাটি শতবর্ষের লগ্নে শতকণ্ঠে উচ্চারিত হলো বাংলা একাডেমির বটতলায় নজরুল মঞ্চে।

শীতের সকালে শুক্রবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং অনুষ্ঠানের সমাপ্তি টানেন জাতীয় কবির দৌহিত্র খিলখিল কাজী। শতবর্ষে শতকণ্ঠে বিদ্রোহী কবিতাটি পাঠ অংশ নেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একশ শিক্ষার্থী। যারা একেবারেই তরুণ, বিদ্রোহের তাড়নায় উজ্জীবিত, তাদের সবার বয়সই বাইশের কোঠায়। কবির সময়কাল মাথায় নিয়েই স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের বাংলাদেশ’ এ অনুষ্ঠানের পরিকল্পনা করে।

অনুষ্ঠানে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, এথিক থিয়েটার এবং প্রিজম অংশ নেয়। শতকণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্বনি, স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সাহিত্য সংসদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য ফোরাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, সহজপাঠ উচ্চ বিদ্যালয়, কিষাণ থিয়েটার, কণ্ঠশীলন, আভিযাত্রিক স্কুল এবং শিল্পবাংলা।

খবর সারাবেলা / ০২ জানুয়ারি  ২০২২ / এমএম