লিডসকে উড়িয়ে হিসাব চুকালো ম্যান সিটি

গেল মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে একটি ম্যাচে ড্র করলেও হেরেছে অন্যটি। তাই অনেক হিসাব চুকানো বাকি ছিল পেপ গার্দিওলার শিষ্যদের। অবশেষে মিটলো সেই আশা। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে লিডস সিটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সিটি। জিতেছে ৭-০ গোলের বড় ব্যবধানে।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করতে থাকে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। বল দখল আর আক্রমণে পেপ গার্দিওলার শিষ্যদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। আর সেই সুবাদে ম্যাচের অষ্টম মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় সিটিজেনরা। এ সময় ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় সিটি। এরপর ১৩ মিনিটে জ্যাক গ্রিলিশ ও ৩২ মিনিটে কেভিন ডি ব্রূইন গোল করলে প্রথমার্ধেই তারা পেয়ে যায় তিন গোলের ব্যবধান।

দ্বিতীয়ার্ধের খেলায় আরও গতি বাড়ায় স্বাগতিকরা। আর ৪৯তম মিনিটেই এক হালি গোল পূর্ণ করেন রিয়াদ মাহরেজ। এরপর ৬২তম মিনিটে কেভিন ডি ব্রূইন তার দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৫-০। তাতেও থামেনি ম্যানচেস্টার সিটি। ৭৪তম মিনিটে জন স্টোন ৭৮তম মিনিটে এন আকে সিটিজেনদের হয়ে ষষ্ঠ ও সপ্তম গোলটি করেন। এরপর আর গোল হয়নি। ফলে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কেভিন ডি ব্রুইনরা।লিগের ১৭ ম্যাচ শেষে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ম্যান সিটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস। দুই নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট।

খবর সারাবেলা / ১৬ নভেম্বর  ২০২১ / এমএম