লন্ডনে ইউকে-বাংলা প্রেসক্লাবের সেমিনার

November 13, 2021

ব্রিটেনে বাংলা ভাষাভাষী সংবাদকর্মী‌দের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ‘ইউকে বাংলা প্রেসক্লা‌ব’ এর উদ্যোগে ‘বি‌লে‌তে বাংলা সাংবাদিকতা, সঙ্কট ও সম্ভাবনা‘ শীর্ষক সে‌মিনার ও নৈশ‌ভোজ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের এক‌টি হ‌লে বৃহস্পতিবার স্থানীয় সময় রা‌তে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক দুলাল আহ‌মদ চৌধুরী।প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী ও ট্রেজারার সাইদুল ইসলামের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রবীণ সাংবাদিক রহমত আলী।

বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সো‌য়েব, নয়াদিগ‌ন্তের সিনিয়র রি‌পোর্টার আবুল কালাম, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মো. লোকমান, বাংলা পোস্টের চেয়ারম্যান শেখ ম‌ফিজুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক কলা মিয়া, ফারুক মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, খান জামাল নুরুল ইসলাম, যুক্তরাজ্য সফররত বাংলাদেশি ব‌্যবসায়ী মো. এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুল কা‌দির মুরাদ, ক‌য়েস আহমদ রু‌হেল, শিহাবুজ্জামান কামাল, সৈয়দ সু‌হেল আহ‌মেদ, ইউকে বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশীদ, ফখরুল ইসলাম খছরু, আজিজুল আম্বিয়া, আফসর উদ্দিন, জয়নুল আবেদিন প্রমুখ।

খবর সারাবেলা / ১৩ নভেম্বর  ২০২১ / এমএম