লকডাউনের মধ্যেই ৬ কোটি পাউন্ডের লটারি জিতলেন ব্রিটিশ নাগরিক

করোনাভাইরাস মহামারীতে বিশ্ব অর্থনীতি যেখানে দুমড়ে মুচড়ে গেছে। কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকার উপায় খুঁজছে মানুষ।ঠিক সেই সময়েই ইউরো মিলিয়নস জ্যাকপট লটারিতে এক ব্রিটিশ নাগরিক দাবি করেছেন তিনি ৫ কোটি ৮০ লাখ পাউন্ডের এই লটারি জিতেছেন। মার্চে অনুষ্ঠিত এ লটারির ড্রতে আরেকজন বিজয়ী দাবি করেছেন ৫ কোটি ৭৮ লাখ পাউন্ড।

ন্যাশনাল লটারি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, সৌভাগ্যবান বিজয়ী সব কাটছাঁট দিয়ে ৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৪৮৭ .৫০ পাউন্ড ঘরে তুলতে পারবেন। তবে তার আগে বিজয়ীর প্রথম মূল পাঁচটি নাম্বার ও লাকি স্টার ম্যাচ করতে হবে। এবারের ড্রতে এই প্রধান নাম্বারগুলো হলো ১৬, ২৮, ৩২, ৩৭ ও ৪৫।

বিজয়ী ইউরো মিলিয়ন লাকি স্টার নাম্বার হলো ০১ এবং ১১। ন্যাশনাল লটারির সিনিয়র উইনার-বিষয়ক উপদেষ্টা অ্যান্ডি কার্টার বলেন, বিজয়ীদের জন্য গ্রেট নিউজ এবং তিনি সবাইকে অনলাইনে নাম্বার মিলিয়ে দেখার আহ্বান জানান। এই নাম্বার সব সময়ই ওয়েবসাইটে দেয়া থাকে।

এছাড়া ন্যাশনাল লটারি অ্যাপেও আছে। এবারের পুরস্কার বিজয়ী এ বছরের ১৪ অক্টোবর পর্যন্ত তার অর্থ দাবি করতে পারবেন। এরপর শুক্রবারে একজন ব্রিটিশ টিকিটধারী গত মাসের ড্রতে ৫ কোটি ৭০ লাখ পাউন্ট বিজয়ী হওয়ার দাবি করেছেন।

খবর সারাবেলা / ১৮ এপ্রিল ২০২০ / এমএম