‘রি-ব্রান্ডিং বাংলাদেশ ইন ফ্রান্স’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করার লক্ষ্যে ‘রি-ব্রান্ডিং বাংলাদেশ ইন ফ্রান্স’ শীর্ষক আলোচনা সভা প্যারিসের প্যানটিন এ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘বি-ব্লোক ডিজিটাল’ নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গত রবিবার এর আয়োজন করে।এতে অংশ নিয়েছিলেন বাঙালি কমিউনিটির নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ বাংলাদেশি প্রবাসীরা।বি-ব্লোক এর প্রধান সারওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করতে সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। কিন্তু পদ্ধতিটা হতে হবে একটা সমন্বিত আকারে।
তিনি বলেন, পর্যটন একটা জাতির সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে সেখানে আমাদের আছে হাজার বছরের পুরানো সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সুন্দরভাবে আমাদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মাধ্যমেই কেবল পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করা সম্ভব।
সভায় তিনি দেশ ও প্রবাসীদের জন্য ব্র্যান্ডিং এর তাৎপর্য ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।সভায় ফোরাম গঠন ও ভবিষ্যতে করণীয় কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়। গত ২ বছর যাবৎ বি- ব্লোক ডিজিটাল ফ্রান্সে অত্যন্ত সুনামের সঙ্গে যেসব সেবা গদিয়ে যাচ্ছে তা হলো, ব্যবসায়ীদের স্টার্ট-আপ সাপোর্ট, গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডিং এবং এডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, অনুবাদ এবং সকল ধরণের ইমিগ্রেশন সহায়তা ও পরামর্শ।
আলোচনা সভায় বক্তারা সরোয়ার হোসেনের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও কমিউনিটিতে অসামান্য অবদান রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অতিথিরা বি- ব্লোক ডিজিটালের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
খবর সারাবেলা / ০২ মার্চ ২০২২ / এমএম