মাধ্যমিকে বিভাগ থাকছে না, আদেশ জারি

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামী বছর থেকে মাধ্যমিক স্তরে বিভাগ থাকছে না। ফলে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের আলাদাভাবে ব্যবসায় শিক্ষা, মানবিক অথবা বিজ্ঞান বিভাগ না নিয়ে সব ধরনের শিক্ষা নিয়েই মাধ্যমিকের স্তর শেষ করতে হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখার উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।এর আগে মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

খবর সারাবেলা / ২৬ অক্টোবর ২০২৩ / এমএম