ব্রাউজারের সমস্যা সমাধানে গুগল-মাইক্রোসফট-মোজিলা

ব্রাউজার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একসঙ্গে বসলেন ডেভেলপাররা। ‘ইন্টারলপ ২০২২’ নামে এক নতুন উদ্যোগে শামিল হয়েছে গুগল, মাইক্রোসফট এবং মোজিলা।সব ওয়েবসাইটই যাতে সব ব্রাউজারে সমানভাবে খোলে, তা নিশ্চিত করবে তিন ব্রাউজারের ডেভেলপাররা। তবে এ উদ্যোগ নতুন নয়। গত ২০১৯ সাল থেকেই এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ওয়েব ব্রাউজারকে সুষ্ঠু ও সব সাইটের সঙ্গে কমপ্যাটিবল করাই এর মূল উদ্যোগ। চলতি বছর মূলত ১৫টি দিকে নজর দেওয়া হবে।

এর মধ্যে থাকছে ক্যাসকেড লেয়ার্স (এই লেয়ারগুলোতে ওয়েব পেজের একাধিক স্তর), ভিউপোর্ট ইউনিট (বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইসের ভিউয়িং সাইজ), গ্রিড এবং স্ক্রোলিংয়ের ধরন ইত্যাদি সুষ্ঠু করার চেষ্টা করা হবে। বর্তমানে, প্রযুক্তি বাজারের হিসাব মতে, গুগল ক্রোম ব্যবহার করেন ৭৭ শতাংশের বেশি মানুষ। এর পরেই আছে অ্যাপেলের সাফারি (৮.৮৭%), মোজিলা ফায়ারফক্স (৭.৬৯%) এবং মাইক্রোসফট এজ (৫.৮৩%)।

খবর সারাবেলা / ১৩ মার্চ ২০২২ / এমএম