বিশ্বকাপজয়ী নারীদের দ্বিগুণ প্রাইজমানি দেবে আইসিসি
নারী ক্রিকেটের প্রসারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগের কথা বলে আসছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার সেটাই প্রমাণ করল। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের আসন্ন আসরের প্রাইজমানি দ্বিগুণ করেছে আইসিসি।শুধু চ্যাম্পিয়নদের প্রাইজমানি বাড়ানো হয়নি, পুরো টুর্নামেন্টের পুরস্কারের অর্থও বাড়ানো হয়েছে। যা আগেরবারের চেয়ে প্রায় ৭৫ শতাংশ বেশি।
অংশগ্রহণকারী ৮ দল সাড়ে ৩০ লাখ ডলার ভাগাভাগি করে নিবে, যা আগের আসরের চেয়ে সাড়ে ১০ লাখ ডলার বেশি। মঙ্গলবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে।আসন্ন নারী বিশ্বকাপের শিরোপাজয়ীরা এবার পাবেন ১৩ লাখ ২০ হাজার ডলার। যা গত ইংল্যান্ড বিশ্বকাপের চেয়ে দ্বিগুণ বেশি। এছাড়া এবারের রানার্সআপ দলকে দেওয়া হবে ৬ লাখ ডলার। যা গত আসরের চেয়ে ২ লাখ ৭০ হাজার ডলার বেশি।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে সমান ৩ লাখ ডলার করে। আর প্রথম রাউন্ডে বাদ পড়া চার দলের জন্য থাকছে ৭০ হাজার ডলার করে পুরস্কার। গত আসরে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর জন্য ছিল পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার করে।এর বাইরে প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ২৫ হাজার ডলার করে পাবে দলগুলো। এভাবে প্রথম রাউন্ডের ২৮ ম্যাচে উইনিংস বোনাস হিসেবে দেওয়া হবে মোট ৭ লাখ ডলার।
উল্লেখ্য, এবারের আসরে রাউন্ড রবিন ফরম্যাটে ২৮টি গ্রুপ ম্যাচ হবে, প্রতি দল একবার করে অন্য দলের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চার দল খেলবে সেমিফাইনাল। আগামী ৪ মার্চ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী ম্যাচ খেলবে। টুর্নামেন্ট হবে ৬ ভেন্যুতে, ৩ এপ্রিল ফাইনাল হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। এবারই প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
খবর সারাবেলা / ১৫ ফেব্রুয়ারি ২০২২ / এমএম