বিয়ে করবেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা, তবে…
ঠোঁটকাটা হিসেবে বলিউডে বেশ পরিচিতি আছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। কিছু মনে আসলেই তিনি বলে ফেলেন অকপটে। কাকে বলছেন, সেই ব্যক্তিটা কে, তিনি কতটা ক্ষমতাধর- এসব কিছু কেয়ার করেন না কঙ্গনা।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন এবং বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেন এই অভিনেত্রী। সেই আলোচনায় উঠে আসে তার প্রাক্তন প্রেমিকদের কথাও।
বয়সে অনেক বড় আদিত্য পাঞ্চোলীর সঙ্গে ক্যারিয়ারের শুরুতে সম্পর্ক ছিল কঙ্গনার। সেই সম্পর্ক ভাঙার পর নায়িকা মন দেন অধ্যয়ন সুমন নামে এক উঠতি অভিনেতাকে, যার বাবা প্রভাবশালী রাজনীতিবিদ। টেকেনি সেই সম্পর্কও।
কঙ্গনার সবচেয়ে চর্চিত প্রেম বলিউডের ‘গ্রিক গড়’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে। যদিও হৃত্বিকের বরাবরই দাবি, কঙ্গনার সঙ্গে তার কোনো সম্পর্ক কখনোই ছিল না। হয়তো কঙ্গনা তাকে চেয়েছিলেন। হৃত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি কঙ্গনার।
সেই প্রসঙ্গে নায়িকা সাক্ষাৎকারে বলেন, ‘সম্পর্কে যে তুমি সবসময় সফল হবে, এমনটা একদমই নয়। খুব অল্প বয়সে যদি সেই সাফল্য না পাও, বিশ্বাস করো তুমি সত্যিই লাকি। এটাই আমার সঙ্গে হয়েছিল। আমি এতটাই ডুবেছিলাম সম্পর্কটা নিয়ে, সেটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম।’
কঙ্গনা বলেন, ‘যদি সম্পর্কটা টিকে যেত তাহলে আমি আমার সব সময় তাতেই দিতাম। ভাগ্যবশত সম্পর্কটা কাজ করেনি। আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাযকে রক্ষা করেছেন। যদিও এই ভাবনাটা, এই চিন্তাটা অনেক পরে এসেছে আমার মাথায়।’
এর পরই আসে কঙ্গনার বিয়ের প্রসঙ্গ। অভিনেত্রী বলেন, ‘প্রতিটা মেয়েই বিয়ের স্বপ্ন দেখে। সংসারের স্বপ্ন দেখে। আমি ভীষণ রকম ফ্যামিলি পারসন। পরিবার আমার জন্য ভীষণই জরুরি। আমিও বিয়ে করতে চাই, পরিবার চাই।’
তবে সেই বিয়েটা কবে হবে সেটা নির্দিষ্ট করেননি কঙ্গনা। অভিনেত্রী শুধু জানান, সবটা আগামী পাঁচ বছরের মধ্যেই হবে। ব্যাপারটা যদি অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ হয় তাহলে খুব ভালো হবে।’ আপাতত তার সব ফোকাস কাজের ওপর বলেও জানান ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।
খবর সারাবেলা / ২৬ অক্টোবর ২০২৩ / এমএম