বাড়ি থেকে স্থায়ীভাবে চাকরির অনুমতি দিচ্ছে মাইক্রোসফট
কর্মীদের স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে যাচ্ছে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করেই কর্মীদের স্থায়ীভাবে বাড়িতে কাজের অনুমতি দিচ্ছে বিল গেটসের প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপির খবরে এমনটি বলা হয়েছে। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু ঘোষণা দেয়া হয়নি।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে– কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বাড়িতে কাজের অনুমতি দিচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের কর্মীরা এখনও বাড়ি থেকে কাজ করছেন। সফটওয়্যার কোম্পানিটি আগামী জানুয়ারি পর্যন্ত তাদের অফিস আর খুলছে না। ভবিষ্যতে কর্মীরা যদি বাড়ি থেকে স্থায়ীভাবে কাজ করতে চান, তা হলে তাদের সে সুযোগ দেবে মাইক্রোসফট। এ ক্ষেত্রে ব্যবস্থাপকের অনুমতি নিয়ে বাড়িতে কাজ করবেন কর্মীরা।
মাইক্রোসফটের মানবসম্পদ বিভাগের প্রধান ক্যাথলিন হোগান বলেন, করোনার কারণে তাদের বেশিরভাগ কর্মী এখন বাড়ি থেকেই কাজ করছেন। টেকনিক্যাল ল্যাবরেটরি ও প্রশিক্ষণ দেয়ার কাজ যারা করেন, তাদের জন্য অন্য ব্যবস্থা করা হয়েছে।
ক্যাথলিন বলেন, ‘কর্মীরা কাজের প্রতি নিষ্ঠাবান হলে এবং দায়িত্ব সঠিকভাবে পালন করলে, সেটিই সংস্থার লাভ। তার জন্য জবরদস্তি করার দরকার নেই। আমাদের জীবনযাপন নিশ্চিত করে স্বতন্ত্র কাজের ধারায় আমরা থাকতে চাই। আবার কোম্পানির ব্যবসাও বজায় রেখে এগিয়ে যেতে চাই।’
খবর সারাবেলা / ১২ অক্টোবর ২০২০ / এমএম