বাসা বদলের টিপস
একবার বাসা বদলালে আবার নতুন বাসার খোঁজ করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যে ঝড় মন ও দেহের ওপর পরে তা ঠিক হতেও অনেকদিন লেগে যায়। সবকিছু ঠিক রেখে ঘর গোছানো এত সহজ নয়। কিন্তু বাসা বদলের সময় হয়তো আমরা অপ্রয়োজনীয় অনেক কিছুই করি। সেগুলো না করলে কিছুটা স্বস্তি মিলবে।
ড্রয়ার বা ড্রেসিং টেবিলের কিছু খালি করার প্রয়োজন নেই
বাড়ি বদলাতে গেলেই আমরা প্রথমে জিনিসপত্র প্যাকিং করি। এমনটা করার প্রয়োজন নেই। জামাকাপড় এবং অন্যান্য জিনিস যা ভেঙে যাবেনা তাদের ড্রয়ারেই রেখে দিন। খেয়াল করে ড্রয়ার ভালোভাবে আটকে দিন।
নতুন বাসায় যাওয়ার সময় কোথায় কি আছে তা শনাক্ত করতেই মার্কার দিয়ে লিখে রাখুন
অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করুন
বাসা বদলের সময় সব কেন নিতে হবে? এক বাসা থেকে অন্য বাসায় সব নিতে নেই। অপ্রয়োজনীয়, কম প্রয়োজনীয় কিংবা পুরোনো জিনিস বিক্রি করে দিন। এতে নতুন বাসায় জঞ্জাল পাকাবে না কিছুই।
কার্টনে মার্কার দিয়ে লিখুন
নতুন বাসায় যাওয়ার সময় কোথায় কি আছে তা শনাক্ত করতেই মার্কার দিয়ে লিখে রাখুন। এতে ভঙ্গুর জিনিস কিংবা ভারি জিনিস কার্টনে রাখলেও সহজে বহনের সিদ্ধান্ত নিতে পারবেন।
বাসা বদলানোর আগেই বিভিন্ন আসবাবে পোকামাকড় দমনের ঔষধ ছিটিয়ে দিন
পুরোনো খাবার রাখবেন না
বাসা বদলের অনেক আগে থেকেই ফ্রিজ খালি রাখার চেষ্টা করুন। বিশেষত বাসা বদলানোর আগের দিন ফ্রিজ এর লাইন বন্ধ করে দিন। নতুন বাসায় উঠেই ফ্রিজ চালু করার প্রয়োজন নেই। কয়েক ঘণ্টা পর চালু করুন।
পোকামাকড় দমনে
বাসা বদলানোর আগেই বিভিন্ন আসবাবে পোকামাকড় দমনের ঔষধ ছিটিয়ে দিন। নাহলে নতুন বাসাতেও পোকামাকড়ের উৎপাত শুরু হতে পারে।
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২২ / এমএম