বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি
না ফেরার দেশে চলে গেলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিন সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আফসানা মিমির বাবার মৃত্যুর খবরটি প্রকাশ করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদ্য সুবর্ণা মুস্তাফা।
খ্যাতিমান এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪ নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’ আফসানা মিমির প্রয়াত বাবা সৈয়দ ফজলুল করিম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছিলেন।
বাবার দাফন সম্পর্কে আফসানা মিমি জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু শেক মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (পিজি) থেকে মোহাম্মদপুরের বাবর রোডে আল মারকাজুলে নিয়ে গোসল শেষে উত্তরায় আমাদের বাসায় নিয়ে যাবো বাবার মরদেহ।’ অভিনেত্রী জানান, ‘উত্তরায় বাদ জোহর নামাজের পর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর আমরা তাকে নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় আমার নানাবাড়ি যাবো। সেখানেই দ্রুত দাফন সম্পন্ন হবে।’
খবর সারাবেলা / ২৩ মে ২০২৪ / এমএম