বয়ামের শক্ত ঢাকনা খোলার ৫ উপায়

আচারসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য কাচের বয়াম ব্যবহৃত হয়। খাবার সংরক্ষণের বেশ কিছু দিন পর কাচের বয়াম খুলতে গেলে প্রায়ই পড়তে হয় বিপাকে।

শক্ত হয়ে এঁটে থাকা ঢাকনা খুলতে পারেন কয়েকটি পদ্ধতি মেনে।

বয়ামের শক্ত ঢাকনা খোলার ৫ উপায়-

১. বয়ামের শক্ত ঢাকনা খালি হাতে না খুলে মোটা কাপড়, রাবার গ্লাভস বা গামছা হাতে মুড়িয়ে চেষ্টা করুন।

২. কুসুম গরম পানি একটি পাত্রে ঢেলে বয়াম উল্টো করে ডুবিয়ে দিন। কয়েক মিনিট পর কাপড় দিয়ে ধরে ঢাকনা খুলে ফেলুন।

৩. হেয়ার ড্রায়ার ধরে রাখুন ঢাকনা বরাবর। এক মিনিট পর রাবাবের গ্লাভস পরে খুলে ফেলুন।

৪. বয়ামের নিচে হাত দিয়ে বা চামচ দিয়ে আস্তে করে আঘাত করুন। এতেও অনেক সময় সহজে খুলে আসে ঢাকনা।

৫. ছুরি দিয়ে সাবধানে ঢাকনা এবং বয়ামের মাঝখানে স্লাইড করে ঢুকিয়ে একটু মচকে নিন। ঢাকনা খুলে যাবে।

খবর সারাবেলা / ৩১ মে এপ্রিল ২০২০ / এমএম