বছরের প্রথম গোল রোনালদোর, জিতল ইউনাইটেড

নতুন বছরে যেন গোল করতে ভুলেই গিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ারো রোনালদো। অবশেষে তার অপেক্ষা ফুরাল। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে পেলেন এ বছরের প্রথম গোলের দেখা। তাতে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে ম্যান ইউ।টানা ছয় ম্যাচ গোলের দেখা না পাওয়ায় সমালোচনার শিকার হতে হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাউদ্যাম্পটনের বিপক্ষে সহজ সুযোগ পেয়েও গোল করতে না পারায় শুনতে হয়েছিলো বাড়তি সমালোচনা।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হলে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে রোনালদোর ঝলকে এগিয়ে যায় ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেন তিনি। এরপর বক্সের ঠিক সামনে রোনালদোর ডান পায়ের বাঁকানো শটে খুঁজে নেন জাল। নতুন বছরে এই প্রথম গোল পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।গোল হজম করার ঠিক তিন মিনিট পরে আরও একটি ধাক্কা খায় ব্রাইটন। এ সময় তাদের লুইস ডাঙ্ক লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয় ব্রাইটন। দশজন নিয়েও তারা ম্যানইউর সঙ্গে লড়াই চালিয়ে যায়।

এর মধ্যে শেষ মুহূর্তে (৯০+৭) আরও একটি গোল হজম করে বসে তারা। এ সময় ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাকে গোলে সহায়তা করেন পল পগবা। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার দলটি।এ জয়ের ফলে ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

খবর সারাবেলা / ১৬ ফেব্রুয়ারি ২০২২ / এমএম