বছর শেষে রত্নপাথরে বিশেষ ছাড়

বছরের শেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে চলছে রত্নপাথরে বিশেষ ছাড়। চলবে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই অফার। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড প্রাকৃতিক রত্নপাথর বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। চাইলে বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকানে এসে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, বছরের শেষে গ্রাহকদের কথা মাথায় রেখে রত্নপাথরে বিশেষ ছাড় দেয়া হয়েছে। নতুন বছর নতুন করে শুরু করব আমরা। নতুন বছরে ক্রেতা, গ্রাহক, শুভানুধ্যায়ীদের জন্য আরো আয়োজন থাকবে।

তিনি আরো বলেন, ৩১ বছরের গবেষণা এবং পথচলা থেকে প্রাপ্ত অর্জনগুলোকে দিয়ে মানুষের জীবনকে সঠিক পথে চলার পরামর্শ এবং রত্নপাথর ও রাশির বিভিন্ন বিষয়াবলী উল্লেখপূর্বক প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। সেক্ষেত্রে বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডের সঙ্গে সুসম্পর্ক হোক সবার সেটাই প্রত্যাশা।

খবর সারাবেলা / ২৭ ডিসেম্বর ২০২০/এমএম