ফিলিস্তিনি শহিদদের উদ্দেশে
আমি যেখানেই গিয়েছি ও আমার দেশের মাটি—
হৃদয়ে তোর অপমানের দগদগে দাগ আর
ইজ্জতের সোনালি শামাদান নিয়ে—
আমার সঙ্গী ছিল তোর ভালোবাসা আর স্মৃতির যন্ত্রণা
সঙ্গে আরও ছিল তোর কমলালেবুর খুশবু
ছিল না-দেখা সব বন্ধুর ছায়া—
না-জানি কত হাতের সাথে জড়িয়ে ছিল আমার হাত
দূর পরদেশের দয়ামায়াহীন পথে চলতে চলতে
অচিন নগরের নামনিশানাহীন অলিতে গলিতে
যেখানেই ফুল হয়ে ফুটেছে আমার রক্তে ভেজা পতাকা
সেখানেই পতপত করে উড়েছে ফিলিস্তিনের স্বাধীনতা
তোমার দুশমনেরা করেছে এক ফিলিস্তিন বরবাদ
আমার জখম দেখো কত ফিলিস্তিন করেছে আবাদ
ম্যায়ঁ জাহাঁ পার ভী গায়া আরযে ওয়াতান
তেরি তাযলীল কে দাগোঁ কী জলন দিল মেঁ লিয়ে
তেরী হুরমাত কে চিরাগোঁ কী লাগান দিল মেঁ লিয়ে
তেরী উলফাত, তেরী ইয়াদো কী কাসাক সাথ গায়ী
তেরে নারাঞ্জ শাগুফোঁ কী মেহাক সাথ গায়ী
সারে আন-দেখে রাফীকুঁ কা জিলো সাথ রাহা
কিতনে হাথোঁ সে হাম আগোশ মেরা হাথ রাহা
দুর পারদেস কী বে-মেহর গুযারগাহোঁ মেঁ
আজনবী শেহের কী বে-নামো-নিশান রাহোঁ মেঁ
জিস যামীন পার ভী খিলা মেরে লাহু কা পারচাম
লেহ-লাহাতা হ্যায় ওহাঁ আরযে ফিলিস্তীন কা আলাম
তেরে আ’দা নে কিয়া এক ফিলিস্তীন বারবাদ
মেরে যাখমোঁ নে কিয়া কিতনে ফিলিস্তীন আবাদ
খবর সারাবেলা / ২১ নভেম্বর ২০২৩ / এমএম