পুরোনো ফ্ল্যাট নতুন করে সাজাতে

আর্থিক সঙ্গতি ও নিজস্ব প্রয়োজনভেদে ফার্নিচারে রদবদল করতে পারেন অনেকেই নানা কারণে বাড়ির সাবেকি ধাঁচ ধরে রাখতে সচেষ্ট হন। কিন্তু একসময় নতুন রূপে সাজাতে চান নিজের ঘর। কাজটি সহজ নয়। কিভাবে নিজের ঘর নতুন করে সাজাবেন সে বিষয়ে রইলো কিছু পরামর্শ:

অনেক সময় পুরোনো ফ্ল্যাটের ধরন ঠিক নাও থাকতে পারে। সেক্ষেত্রে প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করে সংস্কার ও আধুনিকায়নের দিকে জোর দিতে হবে।রিভার্স ক্রাঞ্চের সতর্কতারিভার্স ক্রাঞ্চের সতর্কতাফ্লোর ফিনিসিং এর দিকে মনোযোগ দিতে পারেন। এক্ষেত্রে টাইলস ব্যবহার করতে পারেন।আর্থিক সঙ্গতি ও নিজস্ব প্রয়োজনভেদে ফার্নিচারেও রদবদল করতে পারেন।

ফ্ল্যাট

আবার অনেক সময় পুরোনো জিনিস দিয়েই নতুন করে সাজিয়ে নিতে পারেন নিজের ঘর।যে ঘর যে কাজে ব্যবহার করেন তা বদলে দিলেও পরিবর্তন আসতে পারে।প্যাকিং-এর টুকিটাকিপ্যাকিং-এর টুকিটাকি নতুন করে ফ্ল্যাট আধুনিকায়ন বেশ খরচসাপেক্ষ বিষয়। তবে আগ্রহ থাকলে কাজটি খুব সহজেই করে নেওয়া যায়।

খবর সারাবেলা / ১৩ নভেম্বর ২০২২ / এমএম