নেইমারকে ছাড়া লিগ ওয়ানে শুভসূচনা করলেও এবার হেরেছে পিএসজি
দলের সেরা তারকা নেইমারকে ছাড়া লিগ ওয়ানে শুভসূচনা করলেও এবার হেরেছে পিএসজি।রোববার রাতে রেনের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে টমাস টুখেলের দল। নিমকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
৩৬তম মিনিটে দি সিলভার বাড়ানো বল ধরে ছোট ডি-বক্সের ভেতর থেকে পিএসজিকে এগিয়ে নেন এদিনসন কাভানি। প্রথমার্ধের শেষ দিকে এমবায়ে নিয়াংয়ের গোলে সমতায় ফেরে রেনে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘোমাঁ দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় রেনে। বাকিটা সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।গত এপ্রিলে ফরাসি কাপের ফাইনালে পিএসজিকে হারিয়েছিল রেনে।
খবর সারাবেলা / ১৯আগস্ট ২০১৯ / টি আই