নারী উদ্যোক্তা দিবসের বই
১৯ নভেম্বর নারী উদ্যোক্তা দিবস। এই দিবসে রকমারি ডটকম নারী উদ্যোক্তাদের জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। উদ্যোক্তা হতে হলে একজন মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় আর তিনি যদি হন নারী তবে তো কথাই নেই। অনেক বাধা বিপত্তি পার হয়ে একজন নারীকে হয়ে উঠতে হয় উদ্যোক্তা।ঠিক এমনি এক বাধা জয় করার গল্প নিয়ে রাহিতুল ইসলামের উপন্যাস “কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া!!”
কি আছে বইটিতে???
কুমিল্লা মফস্বল শহরের সাধারণ এক মেয়েকে নিয়ে এই গল্প। উচ্চমাধ্যমিক পাশ করার পর বিয়ে হয়ে যায় নাদিয়ার। শশুর বাড়িতে গিয়ে সে মুখোমুখি হয় দারুণ প্রতিকূল এক পরিস্থিতির। কিন্তু এসবে দমে যায় না নাদিয়া। নিজের মতো করেই পরিকল্পনা সাজায়। তার স্বাবলম্বি হওয়ার গল্প হলো এ উপন্যাস। সফলতা পথ সহজ নয়। নাদিয়াকে নানা বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। ঘরে ও বাইরের সেসব বাধা কীভাবে কাটিয়ে ওঠে নাদিয়া? নাদিয়ার মতো মেয়েরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে। উপন্যাসে তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। আবহমান বাঙালি নারীর বৈশ্যিষ্টে এ উপন্যাসের প্রধান চরিত্র নাদিয়া উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে নাদিয়ার জীবনে? সাধারণ একজন অল্প বয়সী নারী ফ্রিল্যান্সিং পেশা বেছে নেওয়ার পর কীভাবে অসাধারণ হয়ে ওঠে, এটা তারই গল্প। জীবনযুদ্ধে হার মানতে না চাওয়া এক প্রবল নারীর নাম নাদিয়া। নাদিয়া এক অনুপ্রেরণার নাম। উপন্যাসটি বের করছে অদম্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম ২০০ টাকা। ১২% ছাড়ে বইটি পাওয়া যাবে ১৭৬ টাকায় এবং RAHITUL প্রোমোকোড ব্যবহার করলেই পাবেন আরোও ৩% ছাড়!! উপন্যাসটি ইতিবাচক মনোভাবের চমৎকার উদাহরণ হতে পারে।
বইয়ের নামঃ কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া!!
মূল্যঃ ১৭৬ টাকা
অনলাইনে অর্ডার করতেঃ http://bit.ly/35d3tRO
ফোনে অর্ডার করতেঃ ১৬২৯৭
খবর সারাবেলা / ১৯ নভেম্বর ২০১৯ / এমএম