দ্বিতীয়বার বাবা হলেন সাকিব
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার সাকিব ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান।সাকিব আল হাসান নিজের ফেসবুকে আগেই ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় সন্তানের বাবা তিনি হতে যাচ্ছেন। আজ বিকেল সাড়ে চারটায় মিলল সুখবর।
সাকিবের মা শিরীন রেজা শুক্রবার সন্ধ্যায় নতুন নাতনি আগমণের সুখবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ কন্যা সন্তান হয়েছে। মা এবং নবজাতক সুস্থ আছে।’২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।
খবর সারাবেলা / ২৪ এপ্রিল ২০২০ / এমএম