দেশে নতুন করে করোনা আক্রান্ত ২, মোট ৫৬
প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে নতুন করে আরো দুই ব্যক্তি আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে দুইজন পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।ডা. হাবিবুর রহমান জানান, প্রতি উপজেলা থেকে অনন্ত ২ জনের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর সারাবেলা / ০২ এপ্রিল ২০২০/ এমএম