টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওমানের ম্যাচের মতো শেষ ম্যাচও বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।জয়ের বিকল্প নেই। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথমপর্বের এই ম্যাচটি মাহমুদউল্লাহদের জন্য মহাগুরুত্বপূর্ণ।আল আমেরাতে ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছেন।
টসভাগ্য গেছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টসে জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।একাদশে কোনো পরিবর্তন না নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে নামা একাদশ নিয়েই পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে টাইগাররা।
বাংলাদেশের একাদশ:
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান (উইকেটকিপার), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
খবর সারাবেলা / ২১ অক্টোবর ২০২১ / এমএম