ছুটে চলছে আগুনের স্রোত, তবু পুড়ছে না কিছুই
ছুটে চলছে আগুনের স্রোত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই আগুনে পুড়ছে না কোনো গাছ ও ঘাস। এমনকি পার্কে থাকা যে বেঞ্চগুলো রয়েছে সেগুলো রয়ে যাচ্ছে অক্ষত। অবাক করার মতো এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।
ঘটনাটি স্পেনের একটি পার্কের। ‘ক্লাব ডি মন্টানা কালাহোরা’ নামের এক অলাভজনক সংস্থা ফেসবুকে ভিডিওটি প্রথমে শেয়ার করে।দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এটি স্পেনের কালাহোরা শহরের সিডাকোস পার্কের দৃশ্য।ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কের ঘাসের ওপর সাদা আস্তরণ তৈরি হয়েছে। দেখলে মনে হবে যেন তুষারপাত হয়েছে।
আসলে এই পার্কে পপলার নামে এক প্রকার গাছ রয়েছে। সেই গাছের বীজ পড়ে এমন সাদা আস্তরণ তৈরি হয়েছে ঘাসের ওপর। আর তাতেই আগুন লেগে যাওয়ায় তা স্রোতের মতো এগিয়ে যাচ্ছে।আগুন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এগিয়ে গেলেও গাছ ও ঘাস আগুনে পুড়ছে না। কারণ আগুনের তেজ এতটাই কম যে ঘাস জ্বলে উঠতে যে পরিমাণ তাপমাত্রা দরকার ছিল তা তৈরি হয়নি। ফলে শুধু পপলার গাছের বীজগুলোই আগুনে পুড়ছেকালাহোরা মেয়র এলিসা গারিডো জানান, আগুনে ক্ষয়ক্ষতির খবর নেই। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এই আগুন বিপজ্জনক হতে পারতো। কারণ এটা দ্রুত ছড়ায়
খবর সারাবেলা / ১১ মে এপ্রিল ২০২০ / এমএম