গাজীপুর নগরীর সালনা থেকে রবিবার রাতে শুটারগানসহ অপহরণচক্রের ৬ সদস্যকে আটক

গাজীপুর নগরীর সালনা থেকে রবিবার রাতে শুটারগানসহ অপহরণচক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব ১। এ সময় এক ভিকটিমকে উদ্ধার করে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইলফোন এবং নগদ ১০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব ১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩, পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘঘদিন ধরে চক্রটি গাজীপুরে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে নিরীহ লোকজনদের ডেকে এনে অস্ত্রের ভয় দেখিয়ে আত্মীয়-স্বজনদের নিকট থেকে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। এভাবে দীর্ঘদিন ধরে তারা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল। দীর্ঘদিন তাদের ধরতে র‌্যাব কাজ করছিল।

খবর সারাবেলা/ ০২ সেপ্টেম্বর ২০১৯/ টি আই