‘ক্লিন ফোর্স’ এর সার্ভিস স্টেশন এখন উত্তরায়
‘আপনার বাড়ির পানির সুরক্ষায়’ এই স্লোগানে কাজ শুরু করা কিøনিং সার্ভিস বিষয়ক প্রতিষ্ঠান ‘ক্লিন ফোর্স’ এবার জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পানির ট্যাংকির নিশ্চয়তা দিতে উত্তরাবাসীর দোর গোড়ায় পৌছে গিযেছে।
সাধ্যের মধ্যেই উত্তরাবাসীরা এখন পানির ট্যাংক পরিস্কার ও জীবাণুমুক্ত করাতে পারবেন। কারণ ‘ক্লিন ফোর্স এর দ্বিতীয় সার্ভিস স্টেশন এখন উত্তরায়,এর আগে তাদের প্রথম সার্ভিস স্টেশন মোহম্মদপুর থেকে সব কাজ পরিচালিত হতো। তবে এতে করে উত্তরা এবং এর আশেপাশের এলাকার মানুষের সার্ভিস নিতে কিছু সমস্যা দেখা দিত। তাই এখন থেকে হাতের নাগালেই,খুব দ্রুত ক্লিন ফোর্স এর সুবিধা নিতে পারবেন উত্তরা ও এর আশেপাশের মানুষরা। ক্লিন ফোর্স এর সাথে যোগাযোগ করা যাবে, ০১৭৩৪-৭২৩৪২২ নম্বরে।
এ ছাড়া তাদের ফেসবুক পেজে ইনবক্স করেও যোগাযোগ করা যাবে। অথবা তাদের ফেসবুক পেজে দেয়া ফরমটি পূরণ করলে ক্লিন ফোর্সই আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়ি পর্যবেক্ষণের দিন ও তারিখ ঠিক করে নিবে।
ক্লিন ফোর্সের ফেসবুক পেজ: https://www.facebook.com/CleanForce.xyz/
খবর সারাবেলা / ১৮আগস্ট ২০১৯ / টি আই