কৃষকের ধান কেটে দিচ্ছে আ.লীগ
দেশব্যাপী করোনা সংক্রমণের কারণে বোরো মৌসুমের ধান কাটতে চরম শ্রমিক সংকটে পড়েছে কৃষক। নিরুপায় এই কৃষকদের দুর্দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা পাশে দাঁড়িয়েছেন।
অনেক এলাকায় তারা গরিব কৃষকের ধান কেটে বাড়িতেও পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে। এর মধ্যে কৃষকলীগ অ লভিত্তিক হটলাইন সেবা চালু করেছে। সেখানে ফোন দিলে স্থানীয় নেতা-কর্মী কিংবা কৃষি শ্রমিক দিয়ে ধান কাটতে সহযোগিতা দেওয়া হচ্ছে। ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, হাওরে বোরো ধান কাটা শুরু করেছে কৃষকরা। তার মধ্যে বেশ কয়েকটি জেলার হাওরে পুরোদমে শুরু হয়েছে এই ধান কাটা উৎসব। এবার বোরো ফসল অন্যান্য বছরের তুলনায় বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। তবে তাদের এমন খুশিতে ভাটা পড়েছে শ্রমিক সংকটের কারণে।
করোনা ভাইরাসের কারণে সর্বত্র ধান কাটা শ্রমিকের অভাবে কৃষক এখন সমস্যায় পড়েছেন। এ বছর করোনা পরিস্থিতির কারণে শ্রমিকরা এবার হাওরা লে আসতে পারেননি। ঠিক এমন সময় নিজ দলের নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনার পরই আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
ছাত্রলীগ: কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সারাদেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কাটতে মাঠে নামেন। এরই মধ্যে ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের পর এবার নাটোরের সিংড়ায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতা-কর্মী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উপজেলার পূর্ব দমদমা গ্রামের কৃষক মিঠু হোসেনের ধান কেটে ঘরে তুলে দেন। উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা এই ধান কাটায় অংশ নেন।
কৃষক লীগ: দেশের নিরুপায় কৃষকের জন্য ধান কাটার সেবা চালু করেছে কৃষক লীগ। কৃষক ফোন দিলেই শ্রমিক এসে ধান কেটে দিয়ে যাবে সংগঠনটির পক্ষ থেকে। তার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্র ও অ লভিত্তিক হটলাইন সেবা চালু করেছে।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ মানবকণ্ঠকে বলেন, কৃষকের ধান কাটতে মোট ১০টি অ লের এক হাজার নেতা-কর্মীকে ১০টি টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের টিম লিডারের ফোন নম্বর হটলাইনে দেওয়া আছে। বোরো মৌসুমের ধান কাটার জন্য যেকোনো কৃষক ওই হটলাইনে ফোন দিলে কৃষক লীগের নেতাকর্মীরা বোরো মৌসুমের ধান কেটে দেবে। বর্তমানে হাওর অ লগুলোতে ৫০ শতাংশ জমির ধান পেকেছে।
আর সারাদেশের ৫ শতাংশ ধান পেকেছে। কেন হাওরা লের ধান আগে পেকেছে? কারণ, প্রতি বছরই কালবৈশাখী, বন্যা ও প্লাবন এপ্রিলের শেষের দিকে এসে বাংলাদেশকে আঘাত করে। হাওরা ল ও নদীবেষ্টিত এলাকায় কৃষিবিদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের দিয়ে আগাম জাত চাষ করায়।
১৫-২০ দিন আগে তাই হাওরের ধান পাকে। হাওরা লের কৃষক লীগের নেতাকর্মীরা গত ১৫ দিন ধরে ধান কেটে দিচ্ছেন। হাওর অ লের ধান কাটার সময় উত্তর বঙ্গের শ্রমিকরা ধান কাটতে যায়। তারা সেই হাওরের ধান কেটে কিছু অর্থ উপাজন করে আবার নিজেদের ধান কাটে। তাহলে হাওরা লের ধানগুলো কাটা হয়, উত্তরা লের ধানও কাটা হয়।
গতকালও গাইবান্ধা থেকে ১১২ জন কৃষি শ্রমিক সুনামগঞ্জ পাঠিয়েছেন বলে জানান সমীর চন্দ। ধান তো কৃষি শ্রমিকরা কাটে। কৃষক কিন্তু ধান কাটে খুবই কম, মাত্র ১০ শতাংশ। সারাদেশে কৃষকের জন্য কৃষক লীগের হটলাইন নম্বর- সিলেট অ ল -০১৭১১ ৩৩১০৭২, কুমিল্লা অ ল-০১৭৩২ ১৭০৫৫৫, চট্টগ্রাম অ ল- ০১৭১১ ১৪০২১৬, রংপুর অ ল- ০১৭১১ ২৬১৮৩৩, বরিশাল অ ল- ০১৭১১ ৪৪২২১৩, ফরিদপুর অ ল- ০১৭১২ ০৯২৭৫৬, রাজশাহী অ ল- ০১৭১৪ ২২০৫৬৩, ঢাকা অ ল- ০১৭১১ ৩২৯০৪৪, খুলনা অ ল- ০১৭১৬ ৭১৬২০১, ময়মনসিংহ অ ল- ০১৭১৬ ৬৭০৭৭০।
স্বেচ্ছাসেবক লীগ: গত সোমবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সারা দেশের নেতা-কর্মীদের নিরুপায় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য নিদের্শনা দেওয়া হয়েছে। এই মধ্যে কেন্দ্রের নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় কৃষকের ধান কেটে দিয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ জেলাও একটি ১০ জনের টিম কৃষকের ধান কেটে দিয়েছে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মানবকণ্ঠকে বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতারা কৃষকের ধান কেটে দিচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ধানের মাঠে রয়েছে। আমরা আহŸান জানিয়েছি জেলার নেতাদের। তারা উপজেলার নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে টিম গঠন করবে।’
যুবলীগ: কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে লিখিত তেমন নির্দেশনা থাকলেও দলের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল মৌখিকভাবে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগকে কৃষকের পাশে তেমন দেখা না গেলেও সারা দেশের বেশ কিছু এলাকায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা।
এরই মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, বাগেরহাট ও সিরাজগঞ্জ এলাকার যুবলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এছাড়া গতকাল সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ভেড়াজালী গ্রামের হাওরে কৃষকের বোরো ধান কেটে দেন।
খবর সারাবেলা / ২২ এপ্রিল ২০২০ / এমএম