কাশ্মীর ইস্যুতে ভারতকে আবারো একপ্রকার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

কাশ্মীর ইস্যুতে ভারতকে আবারো একপ্রকার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার তিনি বলেন, এই ইস্যুতে যতদূর সম্ভব ততদূর যাবে পাকিস্তান। আর এর সম্ভাব্য ‘ভয়াবহ’ পরিণামের জন্য বিশ্ব সম্প্রদায় দায়ী থাকবে।

দেশটির পাকিস্তান রেডিও’র ওয়েবসাইটে পাক প্রাধানমন্ত্রী এই বিবৃতিটি প্রকাশিত হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে পাক এ প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান প্রথমে যুদ্ধে জড়াবে না।

গত মাসের শুরুর দিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এই মুহূর্তে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

 

খবর সারাবেলা/ ০৭ সেপ্টেম্বর ২০১৯/ টি আই