কান চলচ্চিত্র উৎসবের টিকিট মূল্য সাড়ে ছয় লাখ টাকা

আগামী ১৬ মে থেকে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহর কানে বসতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং তারকাখচিত চলচ্চিত্র উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব’ এর ৭৬তম আসর। জমকালো এই উৎসবে এই দিন বিশ্বের নামীদামি সব তারকাদের মেলা বসবে।এই উৎসবে আকর্ষণীয় সব সাজ-পোশাকে নিজেদেরকে মেলে ধরবেন তারকারা। ইতোমধ্যে কান উৎসবের টিকিটের মূল্য ও ড্রেস কোড নির্ধারণ করেছেন উৎসবটির কর্তৃপক্ষরা।

এদিন যারা উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন তারা উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারেন। আর যারা উৎসবে বিনামূল্যে যেতে চান তারা প্রতিদিন সন্ধ্যায় ৯টা ৩০ মিনিট থেকে সিনেমা ডি লা প্লাজ ওয়েবপেজে ওপেন-এয়ার স্ক্রীনিং উপভোগ করতে পারেন।

কর্তৃপক্ষ চলতি বছর প্রতি টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ ৪০ হাজার টাকা। এবারের উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে।কান চলচ্চিত্র উৎসব মূলত গ্ল্যামারাস রেড কার্পেট চেহারার জন্য অত্যন্ত পরিচিত ও স্ক্রীনিংয়ের জন্য পোশাক কোড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এবার উৎসবে আগত সেলিব্রিটিদের মধ্যে পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে একটি ডিনার জ্যাকেট বা কমপ্লিট স্যুট।

অন্যদিকে নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে সান্ধ্য পোশাক। এ দিন নারীরা নিজেরদের মতো করে ড্রেসআপ করতে পারে। সেজন্য কিছু অন্যান্য পোশাক ও নির্ধারণ করা হয়েছে। অন্যান্য পোশাকের মধ্যে রয়েছে কালো ট্রাউজার্সসহ একটি ড্রেসি টপ, কালো পোশাক বা একটি গাঢ় ট্রাউজার স্যুট।

খবর সারাবেলা / ১২ মে ২০২৩ / এমএম