কাতার বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ, কেন

চলতি মাসের ২০ তারিখে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত ফুটবল বিশ্বকাপের। স্টেডিয়ামে বসে প্রিয় ফুটবলারদের খেলা দেখার জন্য অনেকে ইতিমধ্যেই পাড়ি জমাচ্ছেন কাতারে। কিন্তু এই তালিকায় থাকতে পারছেন না আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক। কাতার বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে তাদের।

আন্তজাতিক বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ। এই ৬ হাজার সমর্থক কাতার বিশ্বকাপে গিয়ে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

শান্তির খেলা ফুটবল। আর আর্জেন্টিনাও চায় ফুটবল শান্তি থাকুক। কিন্তু অতীতের এই সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল না দিয়ে চলে আসারও ঘটনা ঘটিয়েছে। বুয়েন্স আয়ার্স সিটি কর্তৃপক্ষ সোমবার এসব তথ্য জানিয়েছে।

এদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে ও কাতারে রয়েছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা (সমর্থক) স্টেডিয়ামের বাইরে থাকবে।’

এরপর তিনি বিষয়টি ব্যাখ্যা করে আরও জানান, ‘বারাস (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যারা হিংস্র কাজে যোগ দেন এবং ত্রাপিতোজ (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। আর যেসব সন্তান নিজের খরচ মেটাতে পারেন না, তাঁরাও আছেন এই তালিকায়।’উল্লেখ্য, বিশ্বকাপের পর্দা উঠবে ২০ নভেম্বর। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

খবর সারাবেলা / ০৮ নভেম্বর ২০২২ / এমএম