কাজী নজরুলকে স্মরণ করে মাহবুবুল খালিদের গান

১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস। বাংলা ১৩৮৩ সনের এই দিনে ঢাকায় চিরনিদ্রায় শায়িত হন প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুল। বাংলা সাহিত্যের অন্যতম এই প্রাণ-পুরুষকে শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মরণে গান লিখেছেন এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।

গানটির শিরোনাম ‘অগ্নিবীণার ফুল’। এতে সুর দিয়েছেন প্রয়াত সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। যুগল কণ্ঠের গানটি গেয়েছেন রাজীব এবং লেমিস।

গানটি মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইট ’খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে গানটির একটি ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে মাহবুবুল খালিদ বলেন, বিদ্রোহী কবি নজরুল তাঁর লেখার জন্য হয়েছেন নির্যাতিত। তিনি সয়েছেন ক্ষুধার জ্বালা, জেলের কষাঘাত। তবুও থামেনি তাঁর কলম। মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে ধর্মীয় বিভেদ না করে, শোষিতের প্রতি সমবেদনা জানিয়ে গর্জে উঠেছেন শোষকের বিরুদ্ধে।

দুর্বার, উত্তাল কবি সব অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। নির্যাতিতের প্রতি সহমর্মিতা ও নির্যাতনকারীর অন্যায় আচরণের প্রতিবাদে তিনি হয়েছেন মুখর। যে কারণে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমাসীন হয়ে আছেন সব বাঙালির অন্তরে। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে ‘অগ্নিবীণার ফুল’ গানটি লেখা হয়েছে। আশা করি সবার কাছেই গানটি ভালো লাগবে।

কাজী নজরুল ইসলামকে নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা গানটি পাওয়া যাবে http://www.khalidsangeet.com/musics/details/agnibinar-phool এই ঠিকানায়।

খবর সারাবেলা / ২৯ আগস্ট ২০১৯ / টি আই