করোনায় ২০৩ দিনে সর্বনিম্ন আক্রান্ত ভারতে
করোনাভাইরাসের প্রকোপে জর্জরিত ভারতে ২০৩ দিনের মধ্যে সর্বনিম্ন সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। দুর্গাপূজার আগে এই পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে ভারতীয়রা।গত একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। দেশটিতে এখন করোনা রোগীর সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৬৮৭ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বুলেটিনে বলা হয়েছে, দৈনিক আক্রান্তের হার বর্তমানে ১.৩৪ শতাংশ। যা গত ৩৭ দিন থেকে ৩ শতাংশের নিচে রয়েছে। কেরালায় কয়েকদিন ধরে প্রকোপ বাড়লেও তা আবার কমে এসেছে। রাজ্যটিতে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৩৫ জনের।
করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। করোনায় মৃতদের সৎকারে হিমশিম খাচ্ছিল ভারত। হৃদয়বিদারক এসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে টিকা প্রদানের হার বাড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রকোপ অনেকটাই কমে এসেছে। আসন্ন পূজায়ও কড়া স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ দিয়েছে ভারত সরকার।
খবর সারাবেলা / ০৬ অক্টোবর ২০২১ / এমএম