কমবে সোনার দাম
দেশে বৈধ পথে আমদানি উৎসাহিত করা এবং চোরাচালান বন্ধে সোনা আমদানির বিদ্যমান অগ্রিম কর বাদ দেয়ার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়ন হলে ভবিষ্যতে সোনার দাম কমবে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য উল্লেখ করেন।
অর্থমন্ত্রী জানান, সোনার খাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীন পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালের ২৯ অক্টোবর ‘স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮’ প্রণীত হয়েছে। এ নীতিমালা প্রণয়ন পরবর্তী সময়ে সরকারি নিয়মনীতি অনুসরণ করে সোনা আমদানি করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘দেশে বৈধ পথে আমদানি উৎসাহিত করা এবং চোরাচালান বন্ধ করার লক্ষ্যে সোনা আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করছি। এতে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করছি।’
খবর সারাবেলা / ০৯ জুন ২০২২ / এমএম