এমন দু:সহ জনবিচ্ছিন্ন ঈদ যেন আর না আসে : রুহেল
করোনার অদৃশ্য থাবায় বিপর্যস্ত মানবজাতি। দীর্ঘদিনের গড়ে ওঠা সভ্যতা থমকে গেছে অদৃশ্য শক্তির দাপটে। দীর্ঘদিন ঘরে থাকা মানুষ এই সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব পালন করছে অচেনা এক সময়ে। এই বছর বেঁচে থাকাটাই যেন ঈদ।
করোনা এই কঠিন সময়ে ভিন্ন পরিবেশে ঈদ যাপিত হতে যাচ্ছে যা চিরচেনা উৎসবের সঙ্গে মিল নেই যা অত্যন্ত বেদনার। প্রতিবছর হাজার হাজার মানুষকে নিয়ে ঈদ উদযাপন করেন মিরসরাইস্থ চটগ্রাম আওয়ামী লীগের তরুণ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
ভিন্ন পরিবেশে এবারের ঈদকে ঘরে থেকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করার আহবান জানান। আশপাশের মানুষের খোঁজখবর নিয়ে ঈদের আনন্দ উদযাপন করার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। কঠিন বাস্তবতায় যারা ঈদে বাড়ি গিয়েছেন তারা যেন নিজ দায়িত্বে সামাজিক দূরত্ব বজায় রাখে।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলা সবার জন্য মঙ্গল উল্লেখ করে আরো বলেন, কোলাকুলি মুসলিম উম্মাহকে সব বৈষম্য ভেঙ্গে এক কাতারে নিয়ে আসে এবার কোলাকুলি থেকে বিরত থাকতে হবে। যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের পরিবারের প্রতি আক্রমণাত্মক না হয়ে সহানুভূতিশীল আচরণ করার আহবান জানিয়ে বলেন যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে।
তিনি আরো বলেন, প্রতিবছরের ন্যায় মিরসরাইয়ের কোমল মানুষগুলোর সঙ্গে ঈদ করতে না পারা হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করছে। শিগগিরই একসঙ্গে মিরসরাইবাসীর সঙ্গে সব আনন্দ ভাগাভাগির জন্য অপেক্ষা করছেন।
খবর সারাবেলা / ২৫ মে এপ্রিল ২০২০ / এমএম