ইতালির বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৯ টা ১ মিনিটে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন শুরু হয়।এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিনের নেতৃত্বে এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিনটি ছুটির দিন না হওয়ায় কনস্যুলার সেবাপ্রত্যাশীদের জন্য দূতাবাসের নিয়মিত কার্যক্রম চলমান রাখা হয়। দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত টেলিভিশনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। এ সময় বহুসংখ্যক সেবাপ্রত্যাশী প্রবাসী বাংলাদেশি।চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণ সম্পর্কে তিনি বলেন, এই ভাষণ শুধু বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে ও ভবিষ্যতেও মানুষকে প্রেরণা যোগাবে।

খবর সারাবেলা / ০৮ মার্চ ২০২২ / এমএম