ইউএস বাংলায় নতুন বিমান যুক্ত হচ্ছে আজ
দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে আরও একটি নতুন এটিআর ৭২-৬০০ এয়ার যুক্ত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন বিমানটি অবতরণ করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন বিমানটি ফ্রান্সের ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে ওমান হয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটিতে সর্বমোট ৭২টি আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।আব্দুল্লাহ আল মামুন বলেন, এটিআর ৭২-৬০০ যুক্ত হলে ইউএস-বাংলার বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
খবর সারাবেলা/ ২৬ সেপ্টেম্বর ২০১৯ / এমএম