অ্যান্ডারসনের ইনজুরিতে চিন্তায় ইংল্যান্ড
অ্যাসেজ সিরিজ দিয়ে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নসশিপে দুর্দান্ত ব্যাটিং করছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করে ব্যাটিং বিপর্যয় থেকে তিনি বাঁচান অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়ে ব্যাটিং করছেন বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ থাকা এই ব্যাটসম্যান। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের অ্যাসেজ জয় দিয়ে শুরুর দারুণ সুযোগ আছে। তবে পেসার জেমি অ্যান্ডারসনের ইনজুরি ভাবনা বাড়িয়েছে ইংলিশদের।ইংলিশ পেসার প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করতে পারেন। তার কাফ ইনজুরি দেখা দিয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জিমি দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারবেন না। ফিল্ডিংও করতে পারবেন না এই পেসার।
প্রথম অ্যাসেজের চতুর্থ দিন চলছে। প্রথম ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২৮৪ রান। এরমধ্যে স্মিথ একাই করেন ১৪৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল দশে ব্যাট করতে নামা পিটার সিডলের ৪৪। জবাব দিতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংস থেকে ৩৭৪ রান তোলে। লিড পায় ৯০ রানের। প্রথম ইনিংসে ইংলিশ ওপেনার রোরি বার্নসে পোড়ে অজিরা। তিনি খেলেন ১৩৩ রানের ইনিংস। এছাড়া জো রুট এবং বেন স্টোকস ফিফটি তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতে ধাক্কা খায়। বল টেম্পারিং কাণ্ডে মাঠের বাইরে থাকা ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন ব্যানক্রফট দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন। উসমান খাজা ৪০ রান করে ফিরে যান। অজিরা ৭৫ রানে ৩ উইকেট হারায়। তবে দলকে ভরসা দিতে স্টিথ টিকে ছিলেন। তিনি চতুর্থ দিনের শুরুতে ফিফটি তুলে নিয়ে ব্যাট করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একশ’ ছাড়ানো লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
খবর সারাবেলা / ০৪ আগস্ট ২০১৯ / টি আই
 
                                 
			
          
				 
				 
				 
				 
				



