অবসর ভেঙে মাঠে ফেরার ইচ্ছা যুবরাজের
এক বছরের মধ্যেই অবসর ভেঙে ফের ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন যুবরাজ সিং৷ ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা প্রকাশ করে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (পিসিএ) চিঠি দিয়েছেন ৩৮ বছরের বাঁ-হাতি এই অল-রাউন্ডার৷
গত বছর জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক৷ পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও না-খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পাঞ্জাব তনয়৷ তার পর বোর্ডের অনুমতি নিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নিয়েছিলেন যুবি৷ শোনা যাচ্ছে, এবার অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশে খেলতে চলেছেন প্রাক্তন ভারতীয় এই অল-রাউন্ডার৷
তারই প্রস্তুতি হিসেবে বছর ঘুরতে না-ঘুরতে অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান যুবি৷ পিসিবি-র অনুমতি পেলে আসন্ন মৌসুমে পাঞ্জাবের হয়ে টি-২০ টুর্নামেন্ট খেলতে দেখা যাবে যুবরাজকে৷ করোনাভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেট মার্চ থেকে বন্ধ রয়েছে৷ সম্ভবত তা অক্টোবর থেকে চালু হতে পারে৷
পিসিএ সেক্রেটারি পুনীত বালি গত মাসে যুবরাজকে অবসর ভেঙে ফিরে এসে পাঞ্জাব দলের প্লেয়ার কাম মেন্টর হিসেবে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন৷ এবার সম্ভবত বিগ ব্যাশ লিগে খেলার জন্য পাঞ্জাবের হয়ে টি-২০ টুর্নামেন্টে খেলতে চান যুবি৷
বিগ ব্যাশের দশম সংস্করণ শুরু হচ্ছে ৩ ডিসেম্বর। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অস্ট্রেলিয়ান সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড-এ প্রকাশিত খবর অনুযায়ী ভারতের প্রাক্তন এই বাঁ-হাতি অল-রাউন্ডার বিগ ব্যাশ লিগে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন৷ গত বছর বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলছিলেন, তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ২০১১ বিশ্বকাপের নায়ক৷
বিদেশি লিগে খেলার জন্যই সম্ভবত তড়িঘড়ি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন যুবি৷ তারপর বোর্ডের নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে কানাডার গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট এবং আবুধাবিতে টি-১০ টুর্নামেন্টে খেলেছেন ভারতের এই বাঁ-হাতি৷ এবার তিনি বিগ ব্যাশে খেলার আগ্রহ দেখিয়েছেন৷ যুবরাজের ম্যানেজার জেসন ওয়ার্ন জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া চেষ্টা করছে ৩৮ বছরের ভারতীয় খেলোয়াড়ের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজতে৷ কারণ তারা মনে করে, যুবরাজের মতো তারকা খেলোয়াড় বিগ ব্যাশে খেললে লিগের মান বাড়বে৷
১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে যুবরাজ দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে এবং ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন৷ সব মিলিয়ে ২৩১টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পাঞ্জাবের এই বাঁ-হাতির৷
খবর সারাবেলা / ১০ সেপ্টেম্বর ২০২০ / এমএম