অবশেষে মুক্ত দিবালা

প্রায় ছয় সপ্তাহ করোনা ভাইরাসে আক্রান্ত থাকার পর অবশেষে মুক্তি মিলেছে জুভেন্টাস তারকা পাওলো দিবালার। গত বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি।করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও সুস্থতা যেন মিলছিলই না আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। এ সময় চারবার সেরে ওঠার পর আবার করোনায় আক্রান্ত হন তিনি আর তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি।

তবে এবার আর কোনো ভুলচুক নয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দুইবার সতর্কতামূলক পরীক্ষায়ও ভালোভাবেই উতরে গেছেন দিবালা। আইসোলেশন ছেড়ে অনুশীলনে নামতেও আর কোনো বাধা নেই তার।মেডিক্যাল দলের সবুজ সংকেত মিলতেই ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘আমার চেহারাই বলে দিচ্ছে ব্যাপারটা। অবশেষে আমি কোভিড-১৯ থেকে মুক্তি পেয়েছি!

খবর সারাবেলা / ০৮ মে এপ্রিল ২০২০ / এমএম