অক্টাকোর প্রসেসরের সিম্ফনির নতুন স্মার্টফোন
দেশীয় মোবাইল ফোন কোম্পানি সিম্ফনি বাজারে নিয়ে এল অক্টাকোর প্রসেসর সংবলিত নতুন স্মার্টফোন সিম্ফনি আই৯৭।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সিম্ফনি কার্যালয়ে স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় তার সঙ্গে প্রতিষ্ঠান হেড অব সেলস এমএ হানিফ, জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট) মুনিম মোহাম্মদ ইশতিয়াক ও ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।
১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ৯.১ পাই চালিত সিম্ফনি আই৯৭-এ রয়েছে আইপিএস ডিসপ্লে। স্ক্রিন নেভিগেশন বাটনের ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা ৬৪ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, সেটটিতে রয়েছে ফেস আনলক ও মাল্টিফাংশনাল ফিংগারপ্রিন্ট সুবিধা।
রয়েছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফলে ছবি হবে আরও বেশি প্রাণবন্ত। এছাড়া রয়েছে আরও অনেক ফিচার।
খবর সারাবেলা / ০৭আগস্ট ২০১৯ / টি আই