• Setup Your Menu from "Appearance -> Menus" page of your WP-Admin Panel
    • ঢাকা, বাংলাদেশ
    • মঙ্গলবার । ৫ই আগস্ট, ২০২৫ ইং । ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ । August 5, 2025
    blog-pagination-loader

    এই প্রথম মহাকাশে হাঁটলেন দুই নারীএতদিন ঠিকঠাক পোশাকের অভাব ছিল। সেই আকাঙ্ক্ষিত স্পেসসুট তৈরির পরই প্রথমবারের মতো মহাকাশে একসঙ্গে হাঁটলেন দুই নারী। এর আগে বেশ কয়েকবার নারীরা মহাকাশে গেলেও একসঙ্গে হাঁটার সৌভাগ্য হয়নি। মহাকাশচারী ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর শুক্রবার এই সৌভাগ্য অর্জন করেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। কোচ এই নিয়ে চারবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন। অপরদিকে ১৫তম নারী হিসেবে স্টেশনে গেছেন মেইর। নাসা জানায়, ১৮ অক্টোবর তারা মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন জানিয়েছে, নিউইয়র্ক সময় শুক্রবার সকালে তারা স্টেশনের বাইরে হাঁটেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টাব্যাপী এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করে নাসা। প্রায় ৬১ জন ক্রু তাদের এই মহাকাশে পাড়ি দেয়ার বিষয়টি দেখভাল করছেন। নাসা বলছে, এটি তাদের ২০২৪ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানো এবং নারীদের এ ক্ষেত্রে আরও উৎসাহিত করার পদক্ষেপ।