ভারতে করোনায় প্রাণহানি ৮০ হাজার ছাড়াল

ভারতে হু হু করে বেড়েই চলছে করোনায় প্রাণহানির সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে এশিয়ার এই দেশটিতে। তাদের নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে ৮০ হাজার। এছাড়া নতুন করে ৮২ হাজার শনাক্ত হওয়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। নতুন শনাক্ত ২ লাখ ৫৯ হাজার। আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের প্রাণহানি।

২৪ ঘণ্টায় সাড়ে ৪শর বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি প্রায় ১ লাখ ৯৯ হাজার। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার।ব্রাজিলে ১৯ হাজার নতুন রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ লাখ।

এদিকে আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১৫ জন। দেশটির এপর্যন্ত মৃত্যু সাড়ে ১১ হাজারের বেশি। নতুন শনাক্ত প্রায় ১০ হাজার। বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৯ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ।

খবর সারাবেলা / ১৫ সেপ্টেম্বর ২০২০ / এমএম