হলিউড তারকা ‘দ্য রক’ করোনায় আক্রান্ত

September 3, 2020

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি একাই এ ভাইরাসে আক্রান্ত হননি। তার পুরো পরিবারের সবারই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।গোটা পরিবারে করোনার থাবা পড়েছে জানিয়ে বুধবার গণমাধ্যমকে এক বিবৃতিতে জানিয়েছেন রক।

তিনি বলেন, আমি, আমার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং আমাদের দুই মেয়ে টিয়ানা ও জেসমিন সবার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা শুরু করেছি। সবার কাছে করোনা মুক্তির জন্য প্রার্থনা চাইছি।’

এ ছাড়া নিজের ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিওতে রক বলেন, ‘কোভিড-১৯ একদমই ভিন্ন একটি জিনিস। এটি কোনো ইনজুরিতে পড়ার মতো কিছু নয়, যা আমি আগেও অনেকবার পড়েছি। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। আমি সবসময় চেষ্টা করেছি আমার পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু তবু সবাই করোনায় সংক্রমিত হয়েছে।

প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন। চলতি বছরেই এ স্বীকৃতি মিলে তারা। তুমুল জনপ্রিয় এই অভিনেতা ব্লকবাস্টার সুপার হিট ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তির অভিনয় শুরু করতে যাচ্ছেন।

খবর সারাবেলা / ০৩ সেপ্টেম্বর ২০২০ / এমএম