পোশাকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল উৎসব ২০২০।’ এই উৎসবে সব ধরনের পোশাক ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘এবারের সেলে সাম্প্রতিক সিজনগুলো থেকে বাছাই করা হাই কোয়ালিটি পোশাকের সংগ্রহে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
এছাড়া ক্রেতারা যেন নিরাপদে এবং আনন্দের সাথে কেনাকাটা করতে পারেন, সেজন্য বেশ কিছু প্রধান আউটলেটের পরিসর বাড়ানোর পাশাপাশি সবগুলো আউটলেটকে বিশেষভাবে সাজানো হয়েছে।’
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২০ / এমএম