শাকিবের ঠোঁটে তাবীবের লেখা গান
প্রথমবারের মতো সিনেমার জন্য গান লিখলেন র্যাপ সং দিয়ে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ব্যাপক পরিচিতি পাওয়া তাবীব মাহমুদ। অনন্য মামুন পরিচালিত বড় বাজেটের ছবি ‘নবাব এলএলবি’র টাইটেল সং লিখেছেন তিনি। তার লেখা গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা এবং ‘নবাব এলএলবি’র নায়ক শাকিব খান।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবীব মাহমুদ নিজেই। তিনি বলেন, ‘অনন্য মামুন ভাই আমাকে একটি প্লট বলেছেন, পরিস্থিতির বর্ণনা করেছেন। তার উপর ভিত্তি করে আমি গানটি লিখে দিয়েছি।’ গানের কথাগুলো না বললেও তাবীব জানান, ‘এটি মূলত ধর্ষিত একজন নারীকে নিয়ে লেখা। ধর্ষিত নারীকে সমাজে বিরূপ আচরণ ও অবহেলার শিকার হতে হয়, এটাই গানটির প্রেক্ষাপট।
তাবীর আরও জানান, ‘এরই মধ্যে গানটির সুর ও কম্পোজিশনের কাজ শেষ হয়েছে। তবে গানটি কে গাইবেন, সে ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’প্রসঙ্গত, ‘নবাব এলএলবি’ ছবিটির মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর শাকিব খানের সঙ্গে আবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও রয়েছেন।
খবর সারাবেলা / ২০ আগস্ট ২০২০ / এমএম