ত্বকে জাদুর মতো কাজ করে ফলের ফেস মাস্ক
করোনাভাইরাস মহামারিতে কয়েক মাস ধরে মানুষ ঘরবন্দি। বিশেষ এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই ভালো। এমন অবস্থায় ত্বকের যত্নে ঘরোয়া উপায়ই এখন অন্যতম ভরসা। ঘরে বসে প্রাকৃতিক উপাদানে ত্বকচর্চা করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি সব সমস্যাও দূর হবে। ত্বক চর্চায় জাদুর মতো কাজ করে ফলের ফেস মাস্ক।
চলুন কয়েকটি ফলের ফেস মাস্ক সম্পর্কে জেনে নিই-
কলার ফেস মাস্ক: ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যপূর্ণ এবং অ্যান্টিঅক্সিডেন্টস সমন্বিত কলা আপনার ত্বককে ময়শ্চারাইজ রাখতে এবং পরিবেশের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। এই মাস্কটির জন্য আপনার প্রয়োজন ১টি পাকা কলা এবং ১ চামচ মধু। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। আপনার মুখে পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আপেলের ফেস মাস্ক: আপেলে এমন বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে এবং কোলাজেন উৎপাদন বাড়িয়ে তুলতে পারে। আপেলের ফেস মাস্ক তৈরিতে প্রয়োজন ১টি আপেল ও ১ চামচ মধু। এই দুটি উপাদান একসঙ্গে মেশান। তারপর এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁপের ফেস মাস্ক: পেঁপেতে এমন এনজাইম রয়েছে যা আপনার ত্বককে ফুটিয়ে তুলতে এবং প্রয়োজনীয় তেজস্ক্রিয় আভা দিতে পারে। এই মাস্কটির জন্য আপনার প্রয়োজন ২-৩ টুকরা পেঁপে ও ১ চামচ গোলাপ জল। এই উপাদানগুলো একটি পাত্রে ভালো করে মেশান। তারপর এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর কিছুটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তরমুজের মাস্ক: তরমুজ আপনার ত্বককে প্রশমিত করতে এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করতে পারে এবং এটি সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই মাস্ক তৈরিতে আপনার প্রয়োজন ২-৩ টুকরা তরমুজ, এক টেবিল চামচ দই এবং ২-৩ ফোঁটা লেবুর রস। সব উপাদান একসঙ্গে মিশ্রিত করে মুখে লাগান। তারপর ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুখ শুকিয়ে নিন।
খবর সারাবেলা / ২০ জুলাই ২০২০ / এমএম