দক্ষিণ আফ্রিকার বছরের সেরা ক্রিকেটার ডি কক

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন ওপেনার কুইন্টন ডি কক। শুধু তাই নয়, তিনি একাই জিতেছেন তিনটি পুরস্কার।২০১৯ সালের সেরা খেলোয়াড়, সেরা টেস্ট ক্রিকেটার ও সেরা পুরুষ ক্রিকেটারের খেতাব জিতেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

গত বছর ব্যাট হাতে ধারাবাহিক রান করেছেন ডি কক। এক সেঞ্চুরি আর চারটি ফিফটির সাহায্যে ৫৩৬ রান সংগ্রহ করেন তিনি। ভারত সফরে খেলেন ১১১ রানের ঝকঝকে ইনিংস।ব্যাট হাতে দুর্দান্ত ডি কক কিপিংয়েও সাফল্য পেয়েছেন। নিয়েছেন ২৫টি ক্যাচ।

ডি কক ছাড়াও পেস বোলার লুঙ্গি এনদিগির হাতেও উঠেছে দুটি পুরস্কার। এই তরুণ পেসার জিতেছেন বছরের সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। গত মৌসুমে টি-টোয়েন্টিতে ১৮.৭৬ গড়ে ১৩ উইকেট শিকার করেছিলেন এ প্রোটিয়া বোলার।সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পেসার এনরিখ নর্টেজ। এ ছাড়া ভক্তদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার।

খবর সারাবেলা / ০৫ জুলাই ২০২০ / এমএম